বিগ বস ১৮-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের, যিনি তার আসন্ন ছবি ‘স্কাই ফোর্স’-এর প্রচারের জন্য এসেছিলেন। শুটিং শুরুর আগে নির্দিষ্ট সময়ে সহ-অভিনেতা বীর পাহাড়িয়াকে নিয়ে বিগ বস-এর সেটে উপস্থিত হলেও, সালমান খান দেরি করে আসেন। অক্ষয় কিছু সময় অপেক্ষা করলেও, শুটিংয়ের অন্য কাজের জন্য তাঁর কাছে আরও বেশি সময় ছিল না। ফলে, সালমানের জন্য অপেক্ষা না করে তিনি সেট ছেড়ে চলে যান।
অক্ষয়ের সময়জ্ঞান অত্যন্ত প্রখর এবং তিনি কখনো দেরি করে পৌঁছান না। সেই কারণেই এই পরিস্থিতিতেও তিনি অপেক্ষা করার পরেও শুটিং না করে চলে যান। যদিও সালমান কিছু সময় পর সেটে পৌঁছান এবং শুটিং শুরু হয়। এই সময়, সালমান অক্ষয়ের চলে যাওয়ার কারণ দর্শকদের জানান এবং বলেন, “অক্ষয় ভাইও এই ছবিতে আছেন। আমি দেরি করে এসেছি, ওর অন্য কাজ ছিল, তাই বেরিয়ে গিয়েছে।”
এদিন ‘জলি এলএলবি ৩’-এর স্ক্রিনিং ছিল এবং অক্ষয় দ্রুত সেখানে পৌঁছানোর জন্য বিগ বস-এর শুটিং শেষ করতে চেয়েছিলেন। অক্ষয় ২.১৫ নাগাদ বিগ বস-এর সেটে এসে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টা সালমানের জন্য অপেক্ষা করেন। কিন্তু স্ক্রিনিংয়ে দেরি হওয়ার কারণে শুটিং ছাড়াই সেট ত্যাগ করেন।